দীর্ঘ ১৭ ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সারারাত চেষ্টা চালিয়ে গতকাল শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে থাকা ১৭টি ইউনিট এখনো পুরোপুরি আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডে আটতলাবিশিষ্ট অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানাটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানান, চিকিৎসাসামগ্রী ও পোশাক তৈরির এই কারখানায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে দীর্ঘ। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত কারখানার অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন সপ্তম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।

চট্টগ্রামের বিভিন্ন স্টেশন থেকে ১৯টি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দিলেও আগুনের ভয়াবহতায় তারা বেগ পেতে থাকে। শুরু থেকেই সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করে। বিকেল সাড়ে ৫টার দিকে নৌবাহিনীর পাঁচটি ইউনিট এবং পরে বিমানবাহিনীর একটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। রাতের পর আগুন নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে এবং ভবনজুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রচণ্ড তাপে প্রায় এক কিলোমিটার এলাকা অসহনীয় হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা কারখানাটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। আগুনের তীব্রতায় ভবনটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়। শেষ পর্যন্ত অষ্টম তলার কিছু অংশ ভেঙে পড়ে। তবে আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।