টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : গত বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শর্ট ক্রিজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ বিনোদনের বিকল্প নেই-এটি আমাদের সময়ের সবচেয়ে জরুরি বাস্তবতা। সুস্থ বিনোদন যুব সমাজকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করে এবং অবৈধ নেশা থেকে দূরে রাখে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বই পড়ার মতো ইতিবাচক কর্মকাণ্ড সমাজে আনন্দ ছড়িয়ে দেয়। এজন্য পরিবার, বিদ্যালয় ও কমিউনিটি মিলে যুবকদের জন্য বিনোদনের সুযোগ বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “যুবকদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস গঠনে সুস্থ বিনোদনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ চাইলে আমরা দায়িত্ব পেলে নেশামুক্ত সুন্দর সমাজ গড়তে ইতিবাচক বিনোদনের প্রসার ঘটাবো।

গণসংযোগ ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা কাজি ইকবাল হোসাইন, যশলং ইউনিয়ন সভাপতি হাবিবুল্লাহ তাহজীব, সেক্রেটারি শাকিল মোল্লা প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।