চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দাড়িপাল্লার কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, যদি আগামী পাঁচ বছর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশ দুর্নীতিমুক্ত রাখা যায়, তবে বাংলাদেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
তিনি আরও বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ করা এবং চাঁদাবাজমুক্ত পরিবেশ সৃ’ি করাই এখন সময়ের দাবি। উন্নয়নের শীর্ষে পৌঁছাতে হলে সৎ, নির্লোভ ও নীতিবান নেতৃত্বের প্রয়োজন, আর সেই গুণ একমাত্র জামায়াতের মধ্যেই বিদ্যমান। জনগণ এখন তা অনুধাবন করছে বলেও তিনি দাবি করেন। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদস্থ আনন্দিপুদ কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ইব্রাহীম রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড সেক্রেটারি মাকসুদুর রহমান এবং ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালিক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তি আকরাম হোসাইন জিহাদ, আব্দুল আজীজসহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা। বক্তারা সবাই দাঁড়িপাল্লার প্রতীককে সমর্থন করার আহ্বান জানান এবং বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। বক্তব্যে অধ্যক্ষ হেলালী আশাবাদ ব্যক্ত করেন যে, জনতার ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন নিশ্চিত হবে। তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।