নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমের উপর বর্বরোচিত হামলার ঘটনায় সদর থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী এলাকার মৃত মাহমুদুর রশিদের ছেলে ফজলুল রশিদ ওরফে আদর (৪০), ব্রাহ্মন্দী এলাকার হুমায়ুন কবিরের ছেলে সোহাগ মিয়া (৩৫), বৌয়াকুড় এলাকার শওকত মিয়ার ছেলে তানভীর মিয়া (২২), হাজীপুর গ্রামের বিরাজ খা'র ছেলে কুদরত হাসান রবিন (২৩), ও তার ভাই রকিব খা (৩০), শিবপুরের বালিয়া বাজার এলাকার শামসুল আলমের ছেলে শান্ত মিয়া (২৩) এবং দত্তের গাও ভিটিপাড়া গ্রামের শামসুল হকের ছেলে শফিকুল ইসলাম ওরফে সুমন (৪৪)। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার গতকাল রবিবার এ তথ্যটি নিশ্চিত করেন। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের উপর চাঁদাবাজদের হামলার ঘটনায় ওই দিন রাতেই নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের আরশিনগর এলাকায় চাঁদাবাজ ধরতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন চাঁদাবাজদের হাতে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।