জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে বসবাসতরত সকলের বড় পরিচয় আমরা বাংলাদেশী। নাগরিক হিসেবে সকলের অধিকার সমান। দেশ ও জাতির যে কোন দুর্যোগে জামায়াত সবার আগে আর্তমানবতার কল্যাণে পাশে দাঁড়ায়। জামায়াতের সহযোগিতার ক্ষেত্রে ধর্ম বিবেচনা করেনা। কারণ জামায়াতের মূল লক্ষ্য ধর্ম-বর্ণ নির্বিশেষ মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা। একজন মানুষ ক্ষতিগ্রস্থ হলে সামর্থবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। তিনি গতকাল বুধবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সম্প্রতি সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৯নং ওয়ার্ডের পশ্চিম লাউয়াইস্থ রায়ের গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগদ আর্থিক অনুদানের আগে তিনি অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ বাকুল কর, জিতেন্দ্র কর ও দয়াল করের পরিবারকে সমবেদনা জানান এবং তাদেরকে নতুন ঘর নির্মাণের জন্য দ্রুততম সময়ের মধ্যে ডেউটিন প্রদানের প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, জামায়াত নেতা শাহ আবুল কালাম আজাদ, মো: সোহেল রানা, আজিজুল আম্বিয়া তারেক, রায়ের গ্রামে জামে মসজিদের মোতওয়াল্লী মো: রফিকুল ইসলাম, রায়ের গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মো: আশরাফ আলী, সমাজসেবী মো: আজম আলী, মো: আকরম আলী, রায়ের গ্রামস্থ হিন্দু সোসাইটির সভাপতি শ্যামল দেব নাথ, সাবেক সভাপতি অরিন্দম দাস হাবলু, বীরেন্দ কুমার কর (বিশু), রতিষ মালাকার, বকুল মালাকার, সুমন রায়, নৃপেন কর, উত্তম মালাকার, গোপাল মালাকার, দেবল রায়, বাকুল কর, জিতেন্দ্র কর, দয়াল কর, মুজাহিদুল ইসলাম ও জমির হোসেন প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
সিলেটে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে জামায়াত
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ জামায়াতের লক্ষ্য -----মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে বসবাসতরত সকলের বড় পরিচয় আমরা বাংলাদেশী।
Printed Edition