রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে থেকে শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে(গুই) রাকিব (২৪) কে আগ্নেয়াস্ত্র ও গুলী সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১। তার নামে রূপগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, খুন সহ অন্তত ২০টি মামলা রয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রফতার করে। এ সময় তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলী ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রেস রিলিজের মাধ্যমে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এ তথ্য জানান।