কয়রা (খুলনা) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারি পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল ধর্মালম্বীদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির সমাজ গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বীদের যৌথভাবে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় কয়রা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাঝের আইট মুন্ডাপাড়া সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এছাড়াও দিন ব্যাপী ব্যাপকভাবে ৩ নং ওয়ার্ডের গোবরা মোল্লাপাড়া সহ অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ, পথ সভা ও মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেন। মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজার, নয়ানী ও কালিকাপুরে নির্বাচনী গণসংযোগ করেন।
মাওলানা আবুল কালাম আজাদ আরোও বলেন, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের উন্নয়নের পাশাপাশি সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে তিনি কাজ করে যাবেন। সম্প্রীতি রক্ষা কেবল একটি পক্ষের দায়িত্ব নয়, বরং এটি একটি পারস্পরিক দায়িত্ব যা জাতি-ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। মাওলানা আজাদ তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন যেকোন ধরনের উস্কানি ও গুজব থেকে দূরে থাকেন এবং দেশের অসাম্প্রদায়িক চেতনা রক্ষায় সজাগ থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মৌলভী আবু সাঈদ, কয়রা সদর ইউনিয়ন আমীর জিএম মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নূরুজ্জামান, বাইতুলমাল সেক্রেটারী এফ এম মাকছুদুর রহমান ফকির।