চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
গতকাল রোববার দুপুর দেড়টার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন—দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি ও আমরণ অনশনে যেতে বাধ্য হবেন। বিক্ষোভকারীরা ‘আমাদের সিট দে, নইলে গদি ছাইড়া দে’, ‘এক দুই তিন চার, আবাসন আমার অধিকার’, ‘ঢাবি পায়, জবি পায়, চবি কেন মুলা পায়?’, ‘মুলা না আবাসন, চাই আবাসন’—এমন নানা স্লোগান দেন। সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, “ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় আবাসন দিতে না পারলেও অন্তত ভাতা দেওয়ার ব্যবস্থা রেখেছে। অথচ চবিতে আমরা শুধু আশ্বাসই পেয়েছি। এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত চাই।”
ছাত্রী তাসনিয়া মিথিলা বলেন, “প্রথম বর্ষ থেকেই ছাত্রীদের সিট পাওয়া যায় না। যারা পায়, তাদেরও নানাভাবে কষ্টে থাকতে হয়। মেয়েদের ডাবলিং করতে হয়, যা অত্যন্ত দুর্বিষহ। আবাসন সংকট শিক্ষাজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।