বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নাটোরের বড়াইগ্রামে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে বড়াইগ্রাম পৌরসভা চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ মিকদাদ হোসেন খাঁন আকিবের পিতা ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খাঁন।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, জেলা মসজিদ মিশন একাডেমীর সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীর, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বড়াইগ্রাম পৌর জামায়াতের আমীর আলমাস সরদার ও জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।