ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : খাঁটিহাতা হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন এর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, ডিএইজি(অপারেশন-পূর্ব) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা।
বিশেষ অতিথি জনাব শাহ মো: আব্দুর রউফ। পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। জনাব মো. রেজাউল করিম, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন, সিলেট। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, মো. জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ, খাটিহাতা হাইওয়ে থানা, পুলিশ সিলেট রিজিয়ন, সিলেট। মাওলানা মো. মোবারক হোসাইন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা। মো. এনাম খান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সরাইল উপজেলা। মো. আনিসুল ইসলাম ঠাকুর, সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপি, সরাইল উপজেলা। মো. রোকন উদ্দিন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা। মো: আবু আসিফ ইকবাল, সাবেক উপজেলা চেয়ারম্যান, আশুগঞ্জ উপজেলা। হাজি মো. মোবারক হোসাইন, সভাপতি, এন,সি,পি সরাইল উপজেলা। এছাড়াও উক্ত মত-বিনিময় সভায় বাস মালিক সমিতি,সিএনজি মালিক সমিতি, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন হাইওয়ে পুলিশ তৈরি হয়েছিল হাইওয়ে রাস্তায় সর্ব সাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে আলোকে হাইওয়ে পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। জনগণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যানবাহন ও বৃদ্ধি পেয়েছে, তার সাথে নানামুখি চ্যালেঞ্জ ও তৈরি হয়েছে, সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে এখন প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা সে প্রচেষ্টার অংশ হিসেবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, মালিক-শ্রমিক, হাইওয়ে পুলিশ, সড়ক জনপথ সহ সড়কে শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিত করতে সবাই মিলেমিশে কাজ করা প্রয়োজন।