জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহাজাহান বলেছেন, জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষের ত্যাগ শুধুমাত্র একটি স্বপ্ন, তা হলো নতুন বাংলাদেশ বিনির্মাণের। কিন্তু দীর্ঘ সময় পর জুলাই সনদ হলেও অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই সনদকে আইনগত ভিত্তি দিতে পারেনি। জুলাই সনদকে কার্যকর না করে নির্বাচন দিলে তা জাতির কাছে আরেকটি মৃত্যুফাঁদ করে রাখছে।

চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসন কমিটির উদ্যোগে শনিবার হলটুডে কনভেনশন হলে ভোটকেন্দ্র প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ আসনের এমপি প্রার্থী মানবিক চিকিৎসক ডা: ফরিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এতে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, কালারপুল থানার আমীর মাষ্টার এস এম নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাষ্টার সেলিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসাইন, পৌরসভা সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ উপজেলা নেতৃবৃন্দ।

কুষ্টিয়া

কুষ্টিয়া সংবাদদাতা : ফ্যাসীবাদ আওয়ামী সরকার দিনের ভোট রাতে মেরে নিয়েছে। এবার দিনের ভোট রাতে আর হবেনা। এমনটিই বলছিলেন মুফতি আমীর হামজা। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারায় নির্বাচনী গনসংযোকালে ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন জামায়াতের কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী মুফতি আমীর হামজা। রোববার দুপুরে আইলচারা বাক্স ব্রীজ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের নেতা হামিদুল ইসলা বোরহান, মাজালিসুল মুফাস্সীরীন এর জেলা সেক্রেটারী আইলচারা মাওলানা ইয়াসির আরাফাত, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা হাফিজুর রহমান জিহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, মুফতি আমীর হামজা আইলচারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এতে জনসাধারণ স্বতঃস্ফূর্ত সাড়া দেন এবং জামায়াত প্রার্থীকে অভিনন্দন জানান।

মনোহরগঞ্জ

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার লাকসাম পৌরসভার পেয়ারাপুর এলাকায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর রাতে অনুষ্ঠিত উঠান বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, অনেকে মনে করেন ধর্ম এক জিনিস আর ব্যবসা, চাকুরী, রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস। কিন্তু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। প্রচলিত ব্যবস্থার বিপরীতে জামায়াত এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিরাপদে-নির্বিঘেœ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে। জামায়াত এদেশে রক্তপাতহীন পদ্ধতিতে ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এজন্য আপনাদের ম্যান্ডেট চাই। আপনাদের ভোটের মাধ্যমেই এদেশে শান্তির ধর্ম ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

গৌরনদী (বরিশাল)

আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে গত রোববার দিনভর উপজেলার নলচিড়া ইউনিয়নের দক্ষিণ পিঙ্গলা কাঠী গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি গণসংযোগ করা হয়।

বরিশাল-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এর নির্বাচনী প্রচারণায় গৌরনদী উপজেলার ৫নং নলচিড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ হোসেন খলিফার নেতৃত্বে সকাল থেকে দুপুর অবধি ব্যাপক নির্বাচনী গণসংযোগ করা হয়। এ সময় সাংবাদিক মোহাম্মদ হানিফ সরদার, সেক্রেটারি মোঃ সেলিম গাজী, হাসান খলিফা, মোহাম্মদ বেল্লাল বয়াতি, মোঃ মাসুম হাওলাদার, হারিচ বয়াতি, রমজান বয়াতি, শুভ, আলমগী, মহিন সরদার সহ ওয়ার্ড নেতৃবৃন্দ প্রতিটা বাড়ি বাড়ি ভোটারদের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষে প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

চৌহালী (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জ-৬ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে এনায়েতপুর থানাধীন খুকনী ইউনিয়নের আড়কান্দি বাজার চত্বরে সভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা মাওলানা আব্দুল হক।

প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সহকারী অধ্যাপক মিজানুর রহমান।

এসময় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ আইয়ুব আলী ও জামায়াত নেতা ডা. ইদ্রিস আলম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সুযোগ এসেছে চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেয়ার। শান্তিতে থাকতে চাইলে, ভালো মানুষকে ভোট দিতে হবে। এতে এলাকার ও মানবতার কল্যাণ হবে।

আত্রাই (নওগাঁ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের পাঁচুপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ নভেম্বর বিকেলে পাঁচুপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে আত্রাই উচ্চ বিদ্যালয়ে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো.ইসাহাক আলী,আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক আহ্বায়ক মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো.আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো.আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন প্রমুখ।

এছাড়া নির্বাচনী কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুর

দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এজেডএম রেজওয়ানুল হকের ব্যাপক গণ সংযোগ, উঠোন বৈঠক ও কর্মী সমাবেশের মধ্যদিয়ে নির্বাচনী ব্যাপক প্রচার প্রচারণা চলছে।

গত মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লা ও হাট-বাজারে বিএনপি’র নেতা কর্মী ও সমর্থকরা তাদের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ এজেডএম রেজওয়ানুল হক এর পক্ষে ব্যাপক গণসংযোগ, উঠোন বৈঠক, প্রচার-প্রচারণা, পথ সভা ও কর্মী সমাবেশ করছেন। এরেই অংশ হিসাবে পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে হলদীবাড়ী মাধ্যমিক বিদ্যা নিকেতন চত্তরে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকদের মানববন্ধন

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইটভাটা শ্রমিকরা।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রামগতি উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের রামগতি উপজেলা পরিষদের সামনে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

এর আগে সকাল থেকে রামগতি উপজেলার বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা এসে উপজেলা পরিষদের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে। একপর্যায় রামগতি থানার ওসি তাদের খোসাসহ পরিষদ চত্বর থেকে বের করে দেন। এরপর শ্রমিকরা পরিষদের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা গেছে, লক্ষ্মীপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করে বেশ কিছু ইটভাটা গুড়িয়ে দেয়, যার ফলে শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা ইটভাটা রক্ষার জন্য আন্দোলনে নেমেছেন।