খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষক নিয়োগের যাচাই (স্ক্রুটিনি) প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগের যাচাই (স্ক্রুটিনি) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ড. কাজী হুমায়ুন কবির এবং কামরুল হাসান। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় (প্রশাসন শাখা) থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।