সাতক্ষীরা সংবাদদাতা : গাজায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মোসলেমা আদর্শ একাডেমীর ছাত্রছাত্রীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মোসলেমা আদর্শ একাডেমীর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি পুরাতন সাতক্ষীরা হয়ে বিশাল র‌্যালি ও মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোসলেমা আদর্শ একাডেমীর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেহেদী হাসান বলেন, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। ইহুদি রাষ্ট্র ইসরাইল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আরো বক্তব্য রাখেন কাজী সাইদুর রহমান, আলাল হোসেন, মাওলানা হাফিজুর রহমানসহ অনেকে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, মোঃ আল আমিন, মোঃ আশরাফুল ইসলাম,ফারিহা তাসনিম, আতিয়া ফারজানা, জাকির হোসেন, নাজিফা তাবাসসুম, আমির হামজা, রুহানি মাহজাবিন, প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার)

ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সকল ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত, মুসলিম ইউনিটি কর্তৃক আয়োজিত “সেইভ গাজা” “সেইভ ফিলিস্তিন” বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘স্টপ জেনোসাইড, সেইভ গাজা’ স্লোগানকে প্রতিপাদ্য করে সোরমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভানুগাছ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ৫ হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অংশগ্রহণকারী বিক্ষোভ কারীদের ফিলিস্তিনের পতাকা এবং প্রতিবাদ জানিয়ে আঁকা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে দেখা গেছে।

বিক্ষোভ সমাবেশের মুসলিম ইউনিটির মো. মুহন মিয়া ও তারেকুল ইসলাম পাটওয়ারীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবুল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর এডভোকেট কামরুল ইসলাম, খেলাফত মজলিশের মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র আবু বক্কর সিদ্দিক জিয়াব, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাওলানা জিল্লুর রহমান,আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাওঃ কারী জুবায়ের আহমদ, গণঅধিকার পরিষদের ওয়াকিল মুন্না আজমত, বাংলাদেশ খেলাফত মজলিশ’র মাওলানা জয়নাল আবেদীন, জাতীয় ইমাম সমিতির মাওলানা সামছুল ইসলাম লিয়াকত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তানভীর রায়হান ওয়াসিম, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামীয়ার আব্দুস সামাদ রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ইমাজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কামরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের হাফেজ তাওহীদ বক্ত, ইসলামী ছাত্র মজলিশের মাহি আহমদ প্রমুখ।

আত্রাই (নওগাঁ)

ফিলিস্তিনে দখলদার ইসরাইলের সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় নওগাঁর আত্রাই উপজেলার বান্ধাইখাড়া হাফেজিয়া মাদ্রাসায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বান্ধাইখাড়া হাফেজিয়া মাদ্রাসার শ্রেণীকক্ষে সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা মোনাজাতে অংশ নেয়। তারা সমবেতভাবে ফিলিস্তিনে নিহতদের রুহের শান্তি ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, ‘ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা হোক। বিশ্ববাসীর কাছে আবেদন জানাই, ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।

বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক সহকারী শিক্ষক হাবিবুল্লাহ বলেন, ‘ইসরাইলের বর্বরোচিত হামলায় শিশুদের হত্যার দৃশ্যে আমাদের সন্তানের মুখ আমরা দেখতে পাই, যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ আমাদের হৃদয়কেও ক্ষতবিক্ষত করে যাচ্ছে।

সেই তাড়না থেকে আজ দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তিনি আরো বলেন, অবিলম্বে এই গণহত্যা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।