লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মো: নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো:বাসিত সাত্তার, লৌহজং থানার ওসি আব্দুল হালিম, লৌহজং প্রেসক্লাবের সভাপতি ও বিক্রমপুর প্রেসক্লাব ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুব, সাংবাদিক আবু নাসের লিমন, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:জাকির হোসেন সিকদারসহ উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ সরকারের ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। সভায় বক্তরা উপজেলার নানা সম্ভাবনা ও নানা সমস্যার কথা তুলে ধরেন।
গ্রাম-গঞ্জ-শহর
লৌহজংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।