চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির শোডাউনে সরকারি এ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনায় চালককে শোকজ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে পৌরসভা কর্তৃপক্ষের। পরে সেই এ্যাম্বুলেন্সের চালক তৌহিদুল আলমকে শোকজ করে পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, “বিষয়টি আমরা তদন্ত করে দেখেছি। এ্যাম্বুলেন্সটি ভাড়ায় চালানোর সুযোগ থাকলেও কোনো রাজনৈতিক নেতাকর্মী দলীয় পতাকা হাতে এটি ব্যবহারের সুযোগ নেই। এটি আমাদের দৃষ্টিগোচর হলে আমরা ইতিমধ্যে চালককে শোকজ করেছি।”

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর ‘জুলাই-আগস্ট বিজয় শোডাউনে’ সরকারি এ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে পুরো সদর এলাকায় ঘুরে, অথচ তাতে কোনো রোগী ছিল না। বরং সেটি ব্যবহৃত হয় রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে শোডাউনে। এতে বিস্মিত স্থানীয় বাসিন্দারা একে ‘সরকারি সম্পদের নগ্ন অপব্যবহার’ বলে মন্তব্য করেছেন।