জুলাই গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি উপজেলা ও থানায় জামায়াতের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা জামায়াতের গণমিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাতকানিয়া-লোহাগাড়ার জননন্দিত মজলুম জননেতা সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মো. নোমান, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বৃহত্তর সাতকানিয়া উপজেলার সকল শাখার যৌথ উদ্যোগে কেরানীহাটে অনুষ্ঠিত গণমিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক। এতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণে কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, উত্তর সাতকানিয়া থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, কেরানীহাট শহর শাখার আমীর মুহাম্মদ নাছির উদ্দীন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বাঁশখালী উপজেলা উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল সহ উপজেলা নেতৃবৃন্দ।
চন্দনাইশ উপজেলা জামায়াতের গণমিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ শাহাদাৎ হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দিন, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দীন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহত্তর পটিয়া উপজেলা জামায়াতের গণমিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ ফরিদুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসমাইল হক্কানী, উপজেলা আমীর জসিম উদ্দীন, কালারপোল থানার আমীর মাষ্টার এস এম নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাষ্টার সেলিম উদ্দীন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বোয়ালখালী উপজেলা জামায়াতের গণমিছিলে জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশিদ, বোয়ালখালী উপজেলা আমীর ডাঃ খোরশেদ আলম, পৌরসভার আমীর মুহাম্মদ হারুন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আনোয়ারা উপজেলা জামায়াতের গণমিছিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, আনোয়ারা উপজেলা আমীর মাষ্টার আবদুল গণি সহ উপজেলা নেতৃবৃন্দ।
অন্যদিকে, সকালে কর্ণফুলী উপজেলা জামায়াতের গণমিছিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান। এতে জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলোত্তর সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানে মূলতঃ ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল, ফ্যাসিবাদের মূলোৎপাটন হয়নি। স্বৈরাচারী শাসক জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু দেশের ভিতরে প্রতিটি সেক্টরে এখনো ফ্যাসিবাদের দোসররা দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজ এক বছর হয়ে গেলো, আমরা এখনো ফ্যাসিবাদের গণহত্যার বিচার দেখতে পাইনি। খুনি হাসিনা গণহত্যা করে একের পর এক আন্দোলনকে দমন করেছিল। অথচ বিচার বিভাগের বিলম্বের কারণে তারা পার পেয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ফ্যাসিবাদ পুনরায় মাথাছাড়া দিয়ে উঠতে পারে। অবিলম্বে গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় প্রশাসন ও বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচন দিলে জাতির সাথে তামাশা করা হবে। আর ফ্যাসিবাদের সময়ে করা বিভিন্ন মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করারও আহবান জানান।
গাইবান্ধা
গাইবান্ধা সংবাদদাতা: জেলা মডেল মসজিদ গাইবান্ধায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা, কুরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী জসীম উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা জোবায়ের আলী, সহকারী অধ্যাপক, বাদিয়াখালী স্টেশন আলিম মাদরাসা, গাইবান্ধা। আরও বক্তব্য রাখেন ফিল সুপারভাইজার শাহারিয়া পারভেজ, মাস্টার ট্রেইনার মাওলানা হেলাল উদ্দিন ও মাওলানা আল আমিন বিন আসাদ প্রমুখ। সভাপতিত্ব করেন, জনাব মোঃ মিরাজুল ইসলাম, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ইমাম,আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম.এ. মান্নান এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. কুরবান আলী। এতে উপজেলা ও ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. এম.এ. মান্নান বলেন, জুলাইয়ের শহীদরা দেশের জন্য যে স্বপ্ন ও আদর্শ বুকে ধারণ করে জীবন উৎসর্গ করেছেন, সেই আকাক্সক্ষা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিবাদের সকল চিহ্ন এই দেশ থেকে মুছে ফেলতে হবে।
তিনি আরও বলেন, শহীদদের ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তারা যে ত্যাগ করেছেন, তা আমাদের জন্য প্রেরণার উৎস। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে, তাদের মাঝে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাক্সক্ষা গড়ে তুলতে হবে। শহীদদের দেখানো পথে, আদর্শে আমাদের সংগ্রামকে আরও বেগবান করতে হবে। দোয়া ও স্মৃতিচারণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে নিতে হবে।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার শান্তি কামনা ও জুলাই আন্দোলনে তাদের অবদানের স্মৃতিচারণ করা হয়।
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : ‘জুলাই-আগস্ট ২৪’-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটা বিপ্লবের পর অনেক ভুয়া যোদ্ধা তৈরি হয়। এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন; প্রত্যেককে নিয়ে ১০ খ-ের একটি বই প্রণয়ণ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয় গেল সপ্তাহে সেমিনার করে বইটি ইংরেজিতে এবং আরবীতে অনুবাদ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই যোদ্ধাদের চিরস্মরণীয় করে রাখতে চায়। আজকের এই বছর পূর্তি উপলক্ষে সেইসব তরুণ, ছাত্র-জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি; যাদের অবদানে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা অন্তরের অন্তস্তল থেকে তাদের শ্রদ্ধা জানাই এবং আগামীতে তাদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই।
লালপুর
লালপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের লালপরে গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার চিনির বটতলা থেকে জামায়াতের উদ্যোগে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চিনির বটতলা থেকে শুরু হয়ে লালপুরের মোড় হয়ে শ্রীসুন্দরী হাই স্কুল এন্ড কলেজে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিশাল গণ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মুহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড.মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য লালপুর উপজেলা জামায়াতের আমীর ও নাটোর -১ (লালপুর-বাগাতীপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীমাওলানা আবুল কালাম আজাদ , উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা নাটোর জেলা শিবিরের সভাপতি জাহিদ হাসান সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার।
ফুলতলায়
ফুলতলা উপজেলা সংবাদদাতা : জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১ম বছর পূর্তিতে ফুলতলা উপজেলা জামায়াতের সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী আকবর মোড়ল, জেলা ছাত্র শিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হুসাইন আহমদ।
জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১ম বছর পূর্তিতে উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের নেতৃত্বে এক আনন্দ মিছিল ফুলতলা বাজারে বের হয়। মিছিল শেষে স্বাধীনতা চত্বরে উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ মনির হাসান টিটোর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শফি মোহাম্মদ খাঁন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এসএ রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম সরদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাজী আনোয়ার হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান নান্না, এনামুল হোসেন পারভেজ, শেখ লুৎফর রহমান, মশিউর রহমান বিপ্লব, মোল্যা মনিরুল ইসলাম, সরদার আতাউর রহমান, বিএনপি নেতা জামাল হোসেন ভুইয়া, হুমায়ুন কবির বিশ্বাস, মোঃ ইব্রাহিম সরদার, আনিছুর রহমান পলাশ, মোতাহার হোসেন কিরন মাহিম প্রমুখ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, কৃষি অফিসার আরিফ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, আনছার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র মোজাহিদুল ইসলাম ও কাজী নিরব হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, আনন্দ কুমার স্বর প্রমুখ।