খুলনা-কয়রা সড়কের পাইকগাছা বাসস্ট্যান্ড জিরো পয়েন্টের বেহাল সড়ক নিজস্ব অর্থায়নে ইট-বালু ফেলে সংস্কার করে চলাচল উপযোগী করার কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। গত শনিবার দুপুরে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে পাইকগাছা বাসস্ট্যান্ড জিরো পয়েন্টের সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট লিয়াকত আলী সরদার, এস. এম. মাওলানা আমিনুল ইসলাম, প্রফেসর আব্দুল মমিন সানা, এডভোকেট আব্দুল মজিদ, মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মো. আসাদুল ইসলাম, এডভোকেট রুহুল আমিন, মো. রুহুল কুদ্দুস, ডা. আসাদুল ইসলাম, মো. মিজানুর রহমান, অমরেশ কুমার মন্ডল, সদস্য সুবঞ্জন চক্রবর্তী, ফজলুর রহমান, আনারুল ইসলাম, দিপঙ্কর মন্ডল প্রমুখ। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনৈতিক দল। দীর্ঘদিন ধরে এ রাস্তাটি বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সবসময় জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে, ইনশাআল্লাহ।” স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কার নয়, বরং জনগণের প্রকৃত সমস্যা সমাধানে একটি বাস্তবধর্মী দৃষ্টান্ত। জনদুর্ভোগ লাঘবে জামায়াতের এ উদ্যোগ। জামায়াত চায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারুক। আগামীতেও উন্নয়নমূলক কাজে পাশে থাকবে।
গ্রাম-গঞ্জ-শহর
পাইকগাছা জিরো পয়েন্টে বেহাল সড়কের সংস্কার করলো জামায়াতে ইসলামী
খুলনা-কয়রা সড়কের পাইকগাছা বাসস্ট্যান্ড জিরো পয়েন্টের বেহাল সড়ক নিজস্ব অর্থায়নে ইট-বালু ফেলে সংস্কার করে চলাচল
Printed Edition
