চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার প্রত্যন্ত চর আলাতুলি ইউনিয়নে ২য় ধাপে বন্যাদূর্গত মানুষের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের ১১ সদস্যের প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রত্যন্ত চর আলাতুলি ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় ৬’শর অধিক পরিবারের মাঝে এ্যান্টোবায়োটিক ট্যাবলেট, ওরস্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট/ড্রপ/সিরাপ, মেট্রোনিডাজল, হিস্টাসিন ট্যাবলেট, ব্যথানাশক ও গ্যাসের ট্যাবলেট বিনামূল্যে বিতরণ করা হয় এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক বন্যার্ত মানুষকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের সদস্য আকতারুজ্জামান সিহাব, ওয়ালিদ হাসান মাইনুল, মশিউর রহমান, ফয়সাল আহমেদ, কাউসার আলী, আবুজার গিফারি, আকাশ আলী, বাসার, রাশেল আহমেদ, রাশিদুল, শামিম আহমেদ। আয়োজকরা জানান, এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও সেবামুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যে কোনো দুর্যোগে ও অসহায় মানুষকে সহযোগিতা, দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তা এবং আর্তমানবতার সেবায় সর্বদা পাশে রয়েছে এ সংগঠনটি। এরই অংশ হিসেবে বন্যার্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় এই কার্যক্রমের আয়োজন। সার্বিক সহযোগিতা করছেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহফুজ রায়হান।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইয়ের আলাতুলিতে বন্যার্তদের মাঝে ওষুধ বিতরণ ও মেডিকেল ক্যাম্প
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার প্রত্যন্ত চর আলাতুলি ইউনিয়নে ২য় ধাপে বন্যাদূর্গত মানুষের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের ১১ সদস্যের প্রতিনিধি দল