নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনারগাঁ থানার উদ্যোগে ৮শ’ ছাত্রছাত্রীর উপস্থিতিতে ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সোনারগাঁও সরকারি কলেজে মহাসমারোহে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনারগাঁ থানার সেক্রেটারি নাজমুস সাকিবের সঞ্চালনায় এবং শিবিরের সোনারগাঁ থানার সভাপতি আঃ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল জব্বার ও প্রধান মেহমান ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ: জব্বার বলেন, অনেক মেধাবীরা সময়ের মূল্য না দেওয়ার কারণে পরবর্তীতে হারিয়ে গেছে। যারা আগামীর দিনগুলোতে ভালো থাকতে চায় তারা অবশ্যই এই কলেজের দুই বছরকে মূল্যায়ণ করতে হবে। যারা এই সময় কে মূল্যায়ন করবে তাদের আগামীর দিন গুলো হবে সম্ভাবনাময়। মোবাইল ফোন আমাদের নিয়ন্ত্রণ করবে না আমরা ফোন নিয়ন্ত্রণ করব। ছাত্রশিবির ও ছাত্রদল আমার জন্য কি করবে সেটা বিষয় নয়, আমি একজন ছাত্র বা ছাত্রী হিসেবে ছাত্রশিবির বা ছাত্রদলের কাছে নিরাপদ কিনা সেটাই আসল বিষয়। যদি সেই নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয় তাহলে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত। একই ভাবে যেই দলের কাছে দেশের মানুষ নিরাপদ থাকবে সেই দলকে দেশের মানুষ এইবার নির্বাচিত করবে।

প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন বাস্তবায়নের জন্য মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৫ আগস্টের আগে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার পরিবেশ লক্ষা করা যায়নি। ২০২৪’র ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সৃষ্টি হয়েছে স্বাধীনতার পর এর আগে কোনদিন সে পরিবেশ সৃষ্টি হয়নি। সোনারগাঁও সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল কালাম স্যারের তত্ত্বাবধানে সোনারগাঁয়ের ছাত্রছাত্রীরা একটি সুন্দর ও উন্নত শিক্ষাব্যবস্থা উপভোগ করবে বলে আশা করছি। ইসলামী ছাত্রশিবিরের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা শিক্ষার্থীদের উন্নত পড়ালেখার পাশাপাশি আল্লাহর পথে ডাকছি, আমরা শিক্ষার্থীদের জান্নাতের পথে ডাকছি। এটাই ইসলামী ছাত্রশিবিরের ও ইসলামী ছাত্রীসংস্থার কাজ। আল্লাহ প্রদত্ত ও রাসুল (স:) প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলেই কেবল ইহকালীন ও পরকালীন সফলতা অর্জন সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফাতেমা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড আজগর আলী। ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ আকরাম হোসাইন, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, ইসলামী ছাত্রীসংস্থা সোনারগাঁ থানার সভানেত্রী আছিয়া আক্তার। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সোনারগাঁ উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া ও সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সোনারগাঁ থানার সভাপতি আ. আজিজ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী রাশেদুল ইসলাম। এসময় সোনারগাঁও সরকারি কলেজের ৮শ’ শিক্ষার্থী উপস্থিত ছিল এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ছাত্রশিবিরের উপহার প্যাকেট তুলে দেয়া হয়।