সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম শফিকুল ইসলাম (৪৫)।
তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ভাংগাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।
দোয়ারাবাজার ২৮ রাইফেল ব্যটালিয়ন এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, শুক্রবার রাত দেড়টায় সীমান্তের ১২১৬ নম্বর পিলার দিয়ে শফিকুলসহ ১০/১২ গ্রামবাসী গরু পাচার করার জন্য ভারতের ৫শ গজ অভ্যন্তরে প্রবেশ করে।
ফেরার সময় বিএসএফ গুলি করলে শফিকুল আহত হয়। পরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এব্যাপারে পতাকা বৈঠক করে প্রতিবাদ লিপি দেয়া হয়েছে বলে জানান তিনি।