রাজবাড়ী
গত ২০ ডিসেম্বর শনিবার বিকালে স্থানীয় আজাদী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখার উদ্যোগে পৌর জামায়াতের আমীর ডাঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ রঞ্জু বিশ্বাস এবং পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসাইন এর সঞ্চালনায় শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতের আমীর এবং রাজবাড়ী -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্র নেতা মোঃ আলীমুজ্জামান, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা সাইয়েদ আহাম্মদ খান সহ আরও অনেকে।
টাংগাইল : শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবেরর টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে হাদীর হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সরকার ও প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনার আহবান জানান।
বড়লেখা (মৌলভীবাজার) : উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং বড়লেখা পৌরসভা উত্তর বাজার ইউনিটের সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ এমদাদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুয়েল এবং পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ।
শাজাহানপুর (বগুড়া) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা বায়তুলমাল সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ খান এবং মাদলা ইউনিয়ন আমীর আমজাদ হোসেন
চুনারুঘাট (হবিগঞ্জ) মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়। চুনারুঘাট কেন্দ্রিয় জামে মসজিদের সামন থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মধ্যবাজারে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইদ্রিস আলী।বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মীর সাহেব আলী,সহ সেক্রেটারি হাফেজ ফুয়াদ হাসান,প্রচার সম্পাদক ইমদাদুল হক,কর্মপরিষদ সদস্য কাজী আব্দুল খালেক,মাওলানা রায়হান উদ্দিন,ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোঃ আবু তাহের,মোঃ নুরুল ইসলাম সাজল,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মারুফ আহমেদ প্রমুখ।পরে শহীদ ওসমান হাদীর বিদেহী রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
শরীয়তপুর : শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর পৌরসভা শাখার উদ্যোগে গত ২০ ডিসেম্বর বিকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে দোয়া অনুষ্ঠান পালন করা হয়েছে। পৌরসভা শাখা আমীর মীর আবদুল জাব্বার এর সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি মিজানুর রহমান পাহাড় এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম ও শ্রমিক কল্যান ফেডারেশন এর জেলা সভাপতি মাওলানা ফরিদ হোসাইন। এছাড়া জেলার সকল উপজেলাসমূহে একই কর্মসূচি পালন করা হয়েছে।
লক্ষ্মীপুর : আছরের নামাজের পর শহরের লিল্লাহ জামে মসজিদের সামনে এ গায়েবনা জানাজা অনুষ্ঠিত হয়।
পরে ওসমান হাদীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইমামগঞ্জ নাগেরহাট নূরানী দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আলমগীর কবির।
উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের জেলা সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হান, আপ বাংলাদেশের জেলা আহবায়ক আবদুল হামিদ খান, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইউনুস খান, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি এনামুল হক প্রমুখ।
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা: নেছারাবাদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে উপজেলা জামায়াতের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার নেছারাবাদ উপজেলা কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মো নিজাম উদ্দিন।
চকরিয়া : গায়েবানা জানাযার ইমামতি করেন চকরিয়া পৌরসভার জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন। বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক মো. শওকত আলী, তরুণ বিএনপি নেতা দিদারুল ইসলাম, ছাত্রপ্রতিনিধি ইবরাহিম ফারুক, মাহমুদুল হাসান ও হোসনে মোবারক। এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাযার সমাবেশ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। একইসাথে শহীদ হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
ফেনী
শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সূচনা বক্তব্যের পর এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ফেনী -২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান।পরে লিয়াকত আলী ভূঁইয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম ব্যুরো : ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে জাতির সাহসী কন্ঠস্বর শহীদ ওসমান হাদী: এস এম লুৎফর রহমান চট্টগ্রাম মহানগরে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর বাইতুল আরাফ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা এবং ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে জাতির সাহসী কণ্ঠস্বর। জীবন দিয়ে তিনি নিজেকে একজন আপোষহীন দেশপ্রেমিক হিসেবে জাতির সামনে তুলে ধরেছেন।
এতে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী,মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমেদ ভুঁইয়া, সহ-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, মহানগরীর দপ্তর সম্পাদক স.ম. শামীম, বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, ইপিজেড থানা সভাপতি শহিদুল ইসলাম, পাহাড়তলী থানা সভাপতি জাফর আহমদ, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন প্রমুখ।
খাগড়াছড়ি
জুমার নামাজ শেষে মুক্তমঞ্ছের সামনে থেকে জেলার সর্বস্তরের ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলে ছাত্র প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীসহ জনসাধারণ অংশগ্রহন করেন। মিছিলটি শহরের চেঙ্গি স্কোয়ারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা হাদী হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
নেত্রকোনা সংবাদদাতা
বড়বাজার শাহী জামে মসজিদের সামনে থেকে আলেম ওলামা ও ছাত্র জনতার ব্যানারে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল জেলা প্রেসক্লাবের সামনে এসে জোরো হয়। উত্তেজিত মুসল্লীরা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহী, মাওলানা মোস্তাফা জিহাদী, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা নাঈম, মাওলানা আতাউল্লাহ্ সাদি প্রমুখ।
কুড়িগ্রাম : নানা প্রতিবাদী স্লোগানে শাপলা চত্বর এলাকা প্রকম্পিত করে বিক্ষোভকারীরা। ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, বৈষম্যবিরোধী কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।
কর্মসূচী পালনের সময় বক্তরা বলেন, আমরা অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। ওসমান হাদীর খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবোনা, আবিলম্বে খুনিদের বিচার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন।
কুড়িগ্রামের প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, কুড়িগ্রামের ডিসি ও এসপি আওয়ামীলীগ-ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছেন। ফ্যাসিস্ট অপশক্তি প্রকাশ্য ঘুড়ে বেড়াচ্ছেন, ফেসবুকে নানা উসকানিমূলক পোস্ট দিচ্ছেন, তবুও তাদের গ্রেফতার করা হচ্ছেনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদর উপজেলা শাখার সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।
নোয়াখালী
নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করাকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে। এতে শ্রমিক অধিকার পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুন নবী আহত হন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মসজিদের ইমাম তার মোনাজাতে ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। দোয়ার প্রতিবাদ জানিয়ে গণজাগরণ মঞ্চের নেতা এনায়েত উল্যাহ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন সোহাগ, আনোয়ার ও ফখরু উদ্দিন মসজিদের ভেতরে হট্টগোল শুরু করেন।
লালপুর (নাটোর)
লালপুর ত্রীমোহিনী চত্বরে ছাত্রনেতা সামিউল ইসলাম শান্তর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি জাহিদ হাসান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সাজ্জাদুর রহমান, লালপুর উপজেলা পশ্চিম শাখা শিবির সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ প্রমুখ। এর আগে ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে ছাত্র জনতার ব্যানারে লালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ পরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুর রহমান কিরণ, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবন, গণ অধিকার পরিষদের রোকনুজ্জামান, জুলাই যোদ্ধা মফিজুল হক প্রমুখ।
ফুলবাড়ি কুড়িগ্রাম : ফুলবাড়ি কাছারি জামে মসজিদ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক এর সভাপতিত্ব হাদীর জীবনে নিয়ে আলোচনা পেশ করেন উপজেলা আমাদের কর্মসূরা সদস্য ও শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলী আরব আলো রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি মাস্টার পরিচালনা করেন মাস্টার বেলাল হোসেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কাশীপুর ইউনিয়ন আমির মাওলানা গোলজার হোসেন।
কাপ্তাইঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় কাপ্তাইতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্র-জনতা।
শনিবার সন্ধ্যায় সর্বদলীয় ঐক্যের ডাকে বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের নেতৃত্বে কাপ্তাই জেটিঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কাপ্তাই- চট্টগ্রাম ও নতুন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কাপ্তাই চট্টগ্রাম প্রধান নতুন বাজার এলাকায় দাঁড়িয়ে সমাবেশ করে ছাত্র-জনতা। এসময় সমাবেশে বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। উক্ত কর্মসূচিতে কাপ্তাই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার : শুক্রবার রাতে বিক্ষোভ মিছিলটি শহরের দেওয়ানি মসজিদ থেকে এম সাইফুর রহমান রোড হয়ে কুসুমবাগ পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মৌলভীবাজার শহর শাখা শিবিরের অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায়, শহর শাখা শিবিরের সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, সাবেক শহর সভাপতি ফখরুল ইসলাম, সাবেক শহর সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ। শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ বলেন, আমাদের শরিফ উসমান হাদি ভাই দীর্ঘ সাত দিন জীবনের সাথে সংগ্রাম করে দুনিয়ার মায়া ত্যাগ করে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা উনার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমরা প্রশাসনকে বলতে চাই শরিফ ওসমান হাদীর উপর হামলার আট দিন অতিবাহিত হতে লাগলো কিš‘ আজ পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করা হয়নি। শরীফ ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।