আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের যৌথ অভিযানে চারটি ডাম্পার গাড়ি ও একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে। এই ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয় এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দিবাগত রাতে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়তলী পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
রাত আনুমানিক ১২টা থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত এই যৌথ অভিযান চলে। আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীম (৩১ বীর) এর নেতৃত্বাধীন বিশেষ টহল দলের সাথে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। এতে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারায় অবৈধভাবে মাটি কাটার দায়ে স্ক্যাভেটর মালিক ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ৬ লাখ টাকা অর্থদ- ও মাটি ভর্তি তিনটি ডাম্পার গাড়ি (চট্টমেট্রো-য়-৩৮১, চট্টমেট্রো-অ-৩৬৯, চট্টমেট্রো-য়-৬১৭৭) এবং একটি স্ক্যাভেটর (রেজিস্ট্রেশন নং মৌলভীবাজার-ন-০০৯৭) জব্দ করা হয়।