সিরাজগঞ্জ সংবাদদাতা : পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড় এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুলের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর সিরাজগঞ্জ শাখার সভাপতি চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজমুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো একজন খ্যাতিমান ডাক্তার এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান পারভেজ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসর কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক ও সহ-সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সাংকৃতিক বিষয়ক উপদেষ্টা আবু কাওসার তালুকদার, শিক্ষাবিদ অধ্যাপক শরিফুল ইসলাম, ড.আব্দুস সবুর এবং শফিউল হক শাওন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলকুঁড়ি আসর সিরাজগঞ্জ শাখার পরিচালক আলাউদ্দিন রাজ। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথবৃন্দ।