রাজশাহী মহানগরীর সকল শ্রেণি-পেশার মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে গঠিত রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি গতকাল শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের ৩৮ দফা দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে হোল্ডিংসহ বিভিন্ন ট্যাক্স কমানো।

সকালে নগরীর একটি রেস্তোরার কনফারেন্স রুমে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি এই সাংবাদিক সম্মেলন করে। এতে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক এড. এনামুল হক ও সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, রাজশাহী বারের সাধারণ সম্পাদক এড. জমশেদ আলী, রাজশাহী চেম্বারের সুলতান মাহমুদ সুমন প্রমুখ। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, রাজশাহী মহানগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হোল্ডিং ট্যাক্স কমানো, ট্রেড লাইসেন্স ফি হ্রাস, অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো, নগরীর ব্যস্ত স্থানে অটো সিগন্যাল চালু, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, বন্ধ হয়ে যাওয়া রেশম শিল্প পুনরায় চালু করা, খেলাধুলার জন্য মাঠ নির্মাণসহ মোট ৩৮টি দাবির ভিত্তিতে আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর নাগরিক জীবনের মান উন্নয়ন ঘটবে এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

আ’লীগ নেতাকে পুলিশে সোপর্দ

রাজশাহীর মহানগরীর সাহেববাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।