দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর সদরের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন ফুটওভার ব্রিজটি এখন পথচারীদের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের সিঁড়ি ও পাটাতনের চরম ভগ্ন দশার কারণে দীর্ঘ দিন ধরে এটি ব্যবহার করতে পারছেন না সাধারণ মানুষ।
ফলে নিরুপায় হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র গতির যানবাহনের মধ্য দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে হাজার হাজার পথচারীকে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম বিশ্বরোড এলাকায় অবস্থিত এই ওভারব্রিজটির সিঁড়িগুলো ভেঙে কঙ্কালসার হয়ে পড়েছে। অনেক জায়গার পাটাতন খসে পড়েছে, যা দিয়ে ওঠানামা করা সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের জন্য এই ব্রিজটি এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী। অথচ প্রতিদিন হাজার হাজার যাত্রী ও স্থানীয় বাসিন্দা এই পথ ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
ওভারব্রিজটি অকেজো হয়ে পড়ায় পথচারীরা বাধ্য হয়ে নিচের মূল সড়ক দিয়ে যাতায়াত করছেন। নাসির উদ্দিন নামের একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্রিজের সিঁড়ির যে অবস্থা, তাতে ওঠার কোনো জো নেই।
বাধ্য হয়ে আমাদের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই।” বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর দাউদকান্দি উপজেলা শাখা।