বাগেরহাট জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এম,পি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তাই সৃষ্টি যাঁর আইন চলবে তাঁর। আল্লাহ সৃষ্টিকর্তা হওয়ায় সকল সৃষ্টি তাঁর নির্ধারিত আইনেই পরিচালিত হয়। মানুষ যেহেতু আল্লাহর সৃষ্টি এ কারণে মানুষ আল্লাহর আইন দিয়েই পরিচালিত হবে। জমিন আল্লাহর আর এ জমিনও পরিচালিত হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করলেই দেশে প্রকৃত শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। আল্লাহর আইন প্রতিষ্ঠার মূলমন্ত্র হল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ যার অর্থই হল আল্লাহ ছাড়া কারো আইন মানি না। তিনি আরো বলেন, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর ‘সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ’ এ কথা জামায়াতের গঠনতন্ত্রে লিখিত থাকার কারণে বিগত ফ্যাসিবাদী ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর নিবন্ধনকে সম্পূর্ণ বেআইনিভাবে বাতিল করেছে। তিনি অবিলম্বে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল শনিবার দুপুরে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়স্থ জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে রুকন শিক্ষা শিবির -২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি শেখ মোঃ ইউনুসের পরিচালনায় উক্ত শিক্ষা শিবিরে আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা মশিউর রহমান খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। উক্ত রুকন শিক্ষা শিবিরে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুবকর সিদ্দিক, অধ্যক্ষ আলতাফ হোসাইন, অধ্যাপক রেজাউল করিম, অধ্যক্ষ আব্দুল আলিম, শেখ মনজুরুল হক রাহাদ, হাফেজ মোবারক হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা সাহিদুল আলম, এডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, মানব রচিত আইন কখনোই মানুষকে গোলামির জিঞ্জির থেকে মুক্তি দিতে পারেনি। মানব রচিত আইনের অধীনেই শাসক একসময় শোষকে পরিণত হয়। যার উৎকৃষ্ট উদাহরণ নিকট অতীতে আমাদের দেশেই রয়েছে। বিগত শেখ হাসিনার আওয়ামী সরকার ধর্মনিরপেক্ষতার আড়ালে মুজিববাদী সংবিধানের অধীনে ফ্যাসিবাদী-স্বৈরাচারী সরকারে পরিণত হয়ে জনগণের উপর সীমাহীন জুলুম নির্যাতন কায়েম করেছিল। এ কারণেই দেশে মানুষের তৈরি আইন চলতে পারে না। তিনি আরো বলেন, আমাদের দেশ আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে তা কেবলমাত্র সংসদের মাধ্যমেই কার্যকর করা সম্ভব। এজন্য আসন্ন সংসদ নির্বাচনে আল্লাহর আইনের পক্ষে জনমত গঠন করতে হবে। সংসদ নির্বাচনে আল্লাহর আইনের পক্ষে ভোট প্রদান করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়েই দেশে আল্লাহর আইন চালু করা সম্ভব। তিনি আরো বলেন, দেশে আল্লাহর আইন চালু না থাকায় প্রতিনিয়ত অন্যায় ও অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তিনি শপথের আলোকে জীবন পরিচালনা করে বাতিলকে উৎখাতে জামায়াতে ইসলামের পক্ষে ব্যাপক জনমত গঠন করতে রুকনদের প্রতি আহ্বান জানান।