বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা থানা পুলিশ একটি নারী নির্যাতন মামলা এবং একটি জুয়া আইন মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুজনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় হরিপুর গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে ফরহাদ হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই দিনে, জুয়া আইনে দায়ের করা আরেকটি মামলায় কিসমত হাজারী গ্রামের মৃত অনন্ত বর্মনের ছেলে সোলেমান আলীকে এক মাসের সাজা ওয়ারেন্ট মোতাবেক নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর উভয়কে পুলিশি স্কটে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন বোদা থানার ওসি সেলিম মালিক।