আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাপাসিয়া উপজেলায় বিএনপির একটি অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে-এমন অভিযোগকে ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগের পক্ষে দৃশ্যমান তথ্য ও প্রমাণ সামনে আসায় বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

গতকাল ১৯ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার হামিদুল হকের গ্রামের বাড়ি কাপাসিয়ায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতা শাহ রিয়াজুল হান্নানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রিয়াজুল হান্নানের উপস্থিতি এবং একসঙ্গে বসে তোলা ছবি ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে। স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতেই বিএনপির প্রভাবশালী অংশ আওয়ামী লীগের ফ্যাসিস্ট ধারার সঙ্গে নেপথ্য সমঝোতায় জড়িয়েছে।

ইঞ্জিনিয়ার হামিদুল হক গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি কামরুল আহসান সরকার রাসেলের মামা এবং কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজার চাচা হওয়ায় এই বৈঠককে নিছক সামাজিক সাক্ষাৎ হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, আওয়ামী লীগের সংগঠনিক নেটওয়ার্ক ও প্রভাব কাজে লাগিয়ে তৃণমূলে ভোটের হিসাব মেলাতেই এই যোগাযোগ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ বলছে, দীর্ঘদিন ধরে যাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম হয়েছে, যাদের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে, সেই আওয়ামী লীগের সঙ্গে আপস করে নির্বাচনী সুবিধা নেওয়ার চেষ্টা আদর্শিক রাজনীতির পরিপন্থী। অন্যদিকে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলেও আলোচনা চলছে যে, এই সমঝোতা উভয় পক্ষের জন্যই নির্বাচনী সুবিধা বয়ে আনতে পারে।

শাহ রিয়াজুল হান্নানের সঙ্গে একসঙ্গে বসে তোলা ছবি ও বৈঠকের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কাপাসিয়ার রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বিএনপি কি তবে প্রকাশ্য বিরোধিতার আড়ালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের পথ সুগম করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন তাকিয়ে আছে পুরো কাপাসিয়া।