দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুটি পৃথক দূর্ঘটনায় তারা নিহত হয়। ফুলবাড়ী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া নবাবগঞ্জ উপজেলায় একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২), একই উপজেলার মোতালেব হোসেন (৩৩) এবং পার্বতীপুর উপজেলার হায়দার আলীর ছেলে আলম মিয়া (২৮)। এদের মধ্যে দুই বন্ধু সাজু ইসলাম ও মোতালেব হোসেন ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
সূত্র জানায়, সাজু ইসলাম ও মোতালেব হোসেন দুই বন্ধু। তারা ঈদের আগে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে দিনাজপুরে এসেছিলেন। গতকাল মঙ্গলবার সকালে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঢাকায় ফেরার জন্য কাহারোল থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকা অভিমুখে রওনা দেন। পথে ফুলবাড়ীর ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোতালেব হোসেনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মোটরসাইকেলের চালক সাজু ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল। এদিকে সোমবার দিবাগত মধ্যরাতে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্বপার্শ্বে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।