অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শুভ (২০) নামে এক যুবককে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে অপহরণকারীরা। বুধবার (৭ মে) দিবাগত রাত ১১টার দিকে নরসিংদী মডেল থানা পুলিশ নিহত শুভর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত শুভ নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের ফুলতলা গ্রামের মানিক মোল্লার ছেলে।

শুভ’র পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে সকালে বাড়ির পাশ থেকে শুভকে অপহরণ করে। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর থেকে শুভর পরিবার তাকে অনেক খোঁজাখুজি করে পায়নি। অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে নির্যাতন করে শুভকে হত্যা করে নরসিংদী-মদনপুর সড়কের ৬নং ব্রিজের পাশে ফেলে রাখে। রাস্তায় চলাচলকারী লোকজন রাস্তার পাশে পড়ে থাকা লাশের সন্ধান জানালে নরসিংদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গত দুই দিন আগে শুভ বাড়ি থেকে বেরিয়ে যায় এবং পরে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা দায়ের করা হবে। হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।