মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন) ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি। গতকাল বুধবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায় সিআইডি।

সূত্র জানায়, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আদায় করে তা আত্মসাৎ করে বাড়ী ও জমিসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন রুহুল আমিন (স্বপন)। তাঁর জনশক্তি রপ্তানীর প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামীয় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলের সর্বমোট জমির পরিমাণ- ২৩১ কাঠা, যার দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লক্ষ ৩৩ হাজার টাকা ও বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। এর আগে ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডি, ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত উক্ত সম্পত্তির উপর ক্রোকাদেশ প্রদান করেন। জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনসহ সিন্ডিকেটের অপরাপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে।