সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার দুই ভুয়া সাংবাদিক চাঁদাবাজি ও মাদক মামলায় গ্রেফতার হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বড়বাড়ি নিজামের চৌপথি বাজারে তারা গণধোলাইয়ের শিকার হয় তারা। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশের সহায়তায় রক্ষা পান। পুলিশ তাদের থানা হেফাজতে নেয় এবং সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে তাদের আজ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

ভুয়া সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিরা হলেন দৈনিক ক্রাইম তালাশ নামে একটি অনলাইন পোর্টালের প্রতিনিধি পরিচয়দানকারী। একজন সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকার ফুল মোহাম্মদের ছেলে মো. রাজা। যিনি পেশায় বিরিয়ানি ও কাপড় বিক্রেতা এবং উপজেলা কৃষকলীগের সদস্য। অন্যজন হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বালাপাড়ার কালু মামুদের ছেলে হাটবাজারে হলুদ বিক্রেতা মো. ইবনে আলী বাবু। এছাড়াও ওলামালীগের সদস্য ছিলেন। বর্তমানে সৈয়দপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে চৌপথি বাজারের কথিত মাদক বিক্রেতা স্বপনের দোকানে এসে তারা চাঁদা দাবি করেন। একপর্যায়ে দোকানে আসা বিভিন্ন ক্রেতার ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন। ক্রেতারা ভিডিও ধারণে আপত্তি জানালেও তারা তাতে কর্ণপাত না করে ভিডিও করতে থাকেন। এরপর স্বপনের দোকানের পাশে বকতিয়ারের বাসায় মাদকদ্রব্য ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে গিয়ে নিউজ করার ভয়ভীতি দেখান এবং চাঁদা দাবি করেন। এতে উত্তেজিত হয়ে ওঠে বাজারের জনতা এবং দুইজনকে গণধোলাই দেয়।