মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : মনোহরদী উপজেলায় গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে মনোহরদী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় এই উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া ঈদগাহ মাঠের উত্তর পাশে কলাবাগানের ভিতর এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানিয় লোকজনের মাধ্যমে সংবাদ পেলে ঘটনার স্থান থেকে অজ্ঞাত যুবকের এই লাশ উদ্ধার করে। মনোহরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহতাবুর রহমান এর নির্দেশে এসআই শফিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গি ফোর্স নিয়ে ঘটনার স্থান থেকে লাশ মনোহরদী থানায় নিয়ে আসে। সোরতহাল রিপোটে পুলিশ জানায় লাশের ডান কান কাটা এবং গলায় শাস রোধ করে হত্যা করা হয় বলে জানান। পুলিশের উন্নত প্রযুক্তির মাধ্যমে পি বি আই এর লোকজন এসে লাশের পরিচয় শনাক্ত করেন। পরিচয়ে জানা যায় উদ্দার করা যুবকের লাশটির নরসিংদী জেলার শিলমান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চানমিয়ার ছেলে আলামিন (৩০)। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে প্রেরন করেন।