সিলেটে আকস্মিকভাবে বেড়েছে তাপমাত্রা। এ তাপমাত্রায় গোটা সিলেট যেন পুড়ছে। সূর্যের প্রখর খরতাপে প্রচন্ড রোদে ভোগান্তি ছিলো পথচারী ও দিনমজুর মানুষের মধ্যে। এই গরমের কারণে জরুরী কাজ না হলে মানুষ বাসা বাড়ি থেকে বের হচ্ছে না। নগরীর সকল মার্কেট ফাকা রয়েছে, রাতে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়া অফিস।

গতকাল মঙ্গলবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে। বিকেল ৪টা পর্যন্ত সিলেটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা চলতি বছরের সিলেটে সর্বোচ্চ বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে রেকর্ড করা তাপমাত্রা ছিলো ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ।