কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের অবসানে পৌরসভার তুলসিডাঙ্গা এলাকায নতুন ড্রেনেজ ও রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। সম্প্রতি পৌর জামায়াতের আমীর সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ডা. ইউনুস আলী বাবুর উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় এ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রায় দুই বছর যাবত কলারোয়া পৌরসভার তুলসিডাঙ্গায় বাংলাদেশ জামাতে ইসলামীর অফিসের পিছনের রাস্তাটি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম জলাবদ্ধতায় ভুগছে। বর্ষা মৌসুমে কলারোয়া আলিয়া মাদরাসা, মডেল হাই স্কুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিএড কলেজ, কোচিং সেন্টারসহ এলাকার সাধারণ জনগণের ভোগান্তির অন্ত থাকে না। রাস্তাটি প্রশস্ত হলেও ড্রেনেজ ব্যবস্থার অভাবে প্রতিনিয়ত জমে থাকা পানিতে জন চলাচল করা কঠিন হয়ে পড়ে।
পৌরসভার ১ নং ওয়ার্ডে বসবাসকারীদের অভিযোগ, পূর্বে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা ছিল নামমাত্র । ফলে পানি নিষ্কাশনের কোনো সঠিক ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যেত। আর ড্রেনের পানিতে মশা, দুর্গন্ধ এবং রাস্তা ভেঙে গর্ত সৃষ্টি হয়ে দুর্ঘটনার আশঙ্কায় ছিল।
কলারোয়া পৌর জামায়তের আমীর ডা. ইউনুস আলী বাবুর সক্রিয় উদ্যোগ ও তদবিরে বাস্তবায়ন হতে যাচ্ছে প্রকল্পটি। তিনি আনুষ্ঠানিক ভাবে মাটি কেটে ড্রেনেজ ও রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই প্রকল্পটি বাস্তবায়নে হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটবে বলে তারা মনে করেন। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।