গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং সিএনবি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানে দখলকারীদের হামলায় সার্ভেয়ার রবিউল ইসলাম আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। দুপুর দেড়টার দিকে দখলকারীদের নেতা স্থানীয় আজিজুল ইসলামের পক্ষের ব্যবসায়ীরা সার্ভেয়ারকে মারধর করে আহত করে। এ সময় তিনি দৌড়ে পাশের একটি সিএনজি পাম্পে আশ্রয় নেন। হামলাকারীরা শার্ট ছিঁড়ে ফেলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুঁষি মারে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে সক্রিয় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে মহাসড়কের ফুটপাত দখল করে দোকানপাট গড়ে তুলেছেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা ভাড়া আদায় করেছেন। দোকান বরাদ্দের সময় সিকিউরিটি বা অগ্রিম বাবদ মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ওই এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে নিয়মিত চাঁদা তোলা হতো। এতে মহাসড়কের ঢাকা লেনের যান চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই সওজ এ অভিযান চালায়।আজিজুল ইসলাম দাবি করেছেন, পৌরসভা কর্তৃপক্ষের আহ্বান করা দরপত্রে অংশ নিয়ে তিনি বাজারের ইজারা পান। তার বিরুদ্ধে অবৈধ স্থাপনার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন। হামলার বিষয়ে তিনি বলেন, “আমি কাউকে উসকানি দিইনি, ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।”

গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, “আমি কয়েকজন পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছি। পরে সার্ভেয়ারের ওপর হামলার খবর শুনে সেখানে যাই। ভিডিও ফুটেজ দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” হামলার ঘটনায় অভিযানের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।