বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর উদ্যোগে গত ৯ জানুয়ারি ২০২৬ খুলনায় সহিংসতামুক্ত নির্বাচন ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিতকরণ বিষয়ক একটি গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিএসএস অভা সেন্টারে অনুষ্ঠিত সভায় খুলনা-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত অ্যাড. জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী আমানুল্লাহ, খেলাফত মজলিস মনোনীত শহিদুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, গণঅধিকার পরিষদ খুলনা মহানগর কমিটি সভাপতি বিল্লাল হোসেন সংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রাজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা কমিটির সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সুশাসনের জন্য নাগরিক-সুজন খুলনার সাধারণ সম্পাদক অ্যাড. কুতরদ ই খুদা, গবেষক গৌরাঙ্গ নন্দী, বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব, এডাব খুলনার সাধারণ সম্পাদক নাজমুল আযম ডেবিড, খুলনার মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডট্রিজ-এর সভাপতি অ্যাড. শামীমা সুলতনা শিলু, পুস্তক সমিতির ফরহাদ হোসনে মিটন, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল প্রমুখ।
গোলটেবিল আলোচনার প্রধান লক্ষ্য ছিল নির্বাচনকে শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং সহিংসতামুক্ত রাখতে প্রার্থী ও নাগরিক সমাজের অঙ্গীকার নিশ্চিত করা। সভায় উপস্থিত সংসদ নির্বাচনের প্রার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি প্রতিনিধি ও অন্যান্য অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে অঙ্গীকার ব্যক্ত করেন যে তারা কোনো ধরনের নির্বাচনসংক্রান্ত সহিংসতায় জড়িত হবেন না এবং সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অনলাইন এবং অফলাইন অপপ্রচার, ঘৃণামূলক ও উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিইআই-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ‘একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে নির্বাচনী সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি’। তিনি দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি