মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে দেশব্যাপী আলোচিত শিশু আকলিমা আক্তার জুঁই (৭) হত্যা মামলা পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার গাড়ফা গ্রামে নিহত জুঁইয়ের বাড়ির সামনে গাড়ফা-চাটমোহর সড়কের দুই পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জুঁইয়ের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শোকাহত স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

সেমিনার অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘ক্যাম্পাস টু করপোরেট ব্রেকিং ব্যারিয়ার্স এন্ড বিল্ডিং ড্রিমস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

গত বুধবার (১৪ মে ২০২৫) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান। প্রধান অতিথি বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে বিভিন্ন বাধা পেরিয়ে শিক্ষার্থীদের কাক্সিক্ষত লক্ষে পৌঁছানোর জন্য এই ধরনের ওয়ার্কশপ ও সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যবসায়ীর মৃত্যু

মীরসরাই সংবাদদাতা: চট্টগ্রামের মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা বেগম।

গত ১৩ মে রাতে উপজেলা মধ্যেম মঘাদিয়া আমতলী এলাকার মতিউর রহমান কামলা বাড়িতে এ দুর্ঘটনার ঘটে।

নিহত ফিরোজ ওই বাড়ির মো. শোকর হোসেনের সন্তান। প্রত্যক্ষদর্শী মো. আরিফ জানান, ঘরে মোটরের পানি উঠানোর সময় বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় ফিরোজ। পরে তার স্ত্রী ফিরোজকে বাছাতে গেলে বিদ্যুৎের সক খায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।

জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে ছয় মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার (১৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড ও জরিমানা প্রদাণ করেন।

মাদরাসার সুপারের ইন্তিকাল

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ : শ্রীনগর উপজেলার গাদীঘাট ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ সাইদুর রহমান সালেহী ইন্তিকাল করেছেন। বৃহস্পতিবার (১৫ ই মে) সকল ১০ টায় তার গ্রামের বাড়ি ঝালকাঠি কাঠালিয়া উপজেলার নিজ বাড়িতে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৫ বছর তিনি দীর্ঘদিন ধরে ষ্টোক জনিত রুগে ভুগছিলেন মৃত্যু কালে স্ত্রী আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগৃহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

বৃদ্ধ নিহত ॥ মামলা

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাত: সুনামগঞ্জের ছাতক উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলার সোনাফর আলী নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার রাতে নিহতের ছেলে জায়েদ হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় ওই মামলা রুজু করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১২ মে) রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামের ময়না মিয়া পক্ষের সাথে ও গ্রামের সোনাফর আলী পক্ষের মধ্যে পিডিবির বিদ্যুৎ লাইন সরানো নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এবিষয়ে তাৎক্ষণিক স্থানীয় লোকজন সালিশ বৈঠকে বসেন। ওই বৈঠক চলাকালে তাজ উদ্দিনসহ কয়েকজন উত্তেজিত হয়ে অশালীন আচরণ করায় গ্রামের মুরব্বিরা উভয় পক্ষকে বৈঠকস্থল থেকে চলে যান।

মাদরাসায় সবক প্রদান

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : গত বৃহস্পতিবার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের জুলুহার বাজার সংলগ্ন মক্কা মদিনা স্বতন্ত্র ইবতেদায়ী ও হাফেজী মাদাসার ছাত্রদের মাঝে সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার আমির মাওলানা আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন হাজী মো হিরন হাওলাদার।

মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা’র টনসিল অপারেশনকালে মৃত্যুর ঘটনায় চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপারেশনের নামে হত্যাকান্ডের অভিযোগ এনে ‘এপেক্স হাসপাতাল প্রাইভেট লিমিটেড’ বন্ধের দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নজরুল অডিটোরিয়ামের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ যুবককে পিটিয়ে আহত

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় চার যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। সম্প্রতি হাজিরহাট ইউনিয়নের গণিপুর এলাকার নুরুজ্জামান মৌলভীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আসামী গ্রেফতার

শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও জিআর সাজা পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার(১৪ মে) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নিয়মিত মামলার এজহারনামীয় আসামী উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মামদপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র ইমন মিয়া(২৯) ও জিআর মামলার ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের মজিবুর রহমানের পুত্র নুর বিলাস(৩০)।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুরস্কার বিতরণ

মান্দা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেছে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংস্থার সতীহাট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংস্থার পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যালয়ের এইচআর এডমিন খালেদুর রহমান, অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা আইয়ুব আলী, প্রোগ্রাম অফিসার মোল্লা আজাদুল হক, নওগাঁর আঞ্চলিক ব্যবস্থাপক কামাল হোসেন, সতীহাট শাখা ব্যবস্থাপক মামুনুর রশীদ, মান্দা উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ।