ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী ও পত্তাশী বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করেছেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃমিজানুর রহমান। আভিযান পরিচালনাকালে ইন্দুরকানী বাজারের ৩ জন মাছ ব্যবসায়ী কে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ মোতাবেক বিলুপ্তপ্রায় এবং নিষিদ্ধ পাতা হাঙ্গর (শাপলা পাতা) মাছ বিক্রয় করতে দেখা যায়। পরে উক্ত আইনের ৩৪ ধারা অনুযায়ী ইন্দুরকানী বাজারের ৩ জন বিক্রেতাকে ৩০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো পরে ৩ টি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
পরবর্তীতে প্রাপ্ত সংবাদ এর ভিত্তিতে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলা পাতা মাছ আটক হয়েছে এই সংবাদ এর ভিত্তিতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালত উক্ত বাজার এ পৌছার আগেই উক্ত মাছ সেখান থেকে সরিয়ে নেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে ফিরে আসে। উল্লেখ্য যে, ইন্দুরকানী উপজেলায় বিভিন্ন বাজারে হাটের দিন নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রয় করা হয় যা পাড়েরহাট আড়ত থেকে ব্যবসায়ীগণ কিনে থাকেন বলে জানায়।
স্থানীয় জনগণ জানান নিষিদ্ধ এ মাছ বিক্রয় বন্ধে পাড়ের হাট আড়তে (পিরোজপুর সদর উপজেলায়) অভিযান পরিচালনা করা প্রয়োজন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন এবং ইন্দুরকানী থানা পুলিশের সদস্য এ অভিযানে সহযোগিতা করেন। অভিযান পরিচালনায় স্থানীয় সংবাদমাধ্যম এর সাংবাদিকগণ তথ্য দিয়ে এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে সহযোগিতা করেন।