‘পরিকল্পিত উন্নয়নের ধারা,নগর সমস্যার সাড়া’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস পালিত হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্টমোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন বিশ্ব বসতি দিবসের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শহিদুল হাসান ও শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস পালিত
‘পরিকল্পিত উন্নয়নের ধারা,নগর সমস্যার সাড়া’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস পালিত হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি