বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, আল্লাহ তায়ালা কুরআনে তিনটি আদেশ ও তিনটি কাজকে নিষেধ করেছেন। আদেশ তিনটি হল ন্যায় বিচার করা, একে অপরকে সম্মান করা ও নিকট আত্মীয়দের দান করা। আর তিনটি নিষেধ হল অশ্লীলতায় না জড়ানো ও ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো ও সীমালঙ্ঘন না করা। এই আদেশ নিষেধ মেনে নিতে পারলে আমাদের সমাজ সুখী, সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। তিনি বলেন, ন্যায়পরায়ণতা ইসলামী চরিত্রের বিশেষ একটি দিক। ন্যায়পরায়ণতার গুণ ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। যে মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা নেই, সে মানুষই না। আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত করতে হবে নিজেকে। মানুষকে সর্বপ্রথম ইনসাফ বা সুবিচার কায়েম করতে হবে তার ব্যক্তি জীবনে। ব্যক্তিজীবন শুদ্ধ করার পর তাকে পরিবারের অন্যান্য সদস্যের মধ্যেও ইনসাফ কায়েম করতে হবে।
আল মুনতাহা মাদরাসা ও আদর্শ হিফয খানার দুই দিনব্যাপি বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান। মাওলানা আব্দুল গফফার, মাওলানা হাসিবুল্লাহ মিসবাহ, মাওলানা নজরুল ইসলাম, আজিজুল ইসলাম ফারাজী, ফজলে রাব্বি, এস এম আজিজুর রহমান স্বপন, মাওলানা মোশাররফ আনসারি, রেজাউল কবির, খাইরুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, আল্লাহ তা’আলা কুরআনে আত্মীয়দের সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন এবং এর ফজিলতের কথা উল্লেখ করেছেন। আত্মীয়-স্বজনের সাথে সদাচরণ করা ও সম্পর্ক বজায় রাখা আমাদের পারিবারিক জীবনের সৌন্দর্য ও স্থায়িত্বের মূল উপাদান। ইসলামে আত্মীয়তার বন্ধনকে মহান মর্যাদা প্রদান করা হয়েছে, যা পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানবকল্যাণই ইসলামের মূল বার্তা। এই তাফসীরুল কুরআন মাহফিল নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যা মানুষের মাঝে ইসলামী জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।