মতলব (চাঁদপুর) সংবাদদাতা : মতলব উত্তর উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার ধনাগোদা নদীর তিতারকান্দি, শিবপুর ও নন্দলালপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নদীতে স্থাপিত ৩টি অবৈধ জাগ উচ্ছেদ করা হয়। এ সময় ৫টি বেহুন্দী জাল, ১টি মশারি জাল এবং ৫টি গছি (চর ঘেরা) জাল জব্দ করা হয়। জব্দকৃত সকল অবৈধ জাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. হানিফ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, নদীর স্বাভাবিক পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জাল ও জাগ উচ্ছেদে আমাদের অভিযান নিয়মিত চলবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।