বাংলাদেশ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন একটি সঠিক ভোটার তালিকা। ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ একটি সঠিক ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। সে লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটার অন্তর্ভুক্তির কাজের তথ্য সংগ্রহ শেষে এখন চলছে ছবি তোলাসহ নিবন্ধনের কাজ। পরিবর্তিত বাংলাদেশে সকল জনগণ যাতে সহজে কোন রকম ভোগান্তি ছাড়াই এ কাজ করতে পারে সেটা নিশ্চিত করাটাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। শুক্রবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর কার্যক্রম পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নির্বাচন অফিসের লোকজন ঈদের ছুটি ভোগ না করে পরদিন থেকে ভোটার তালিকার হালনাগাদের কাজ শুরু করেছেন। এছাড়াও বাদ পড়া কোন ব্যক্তি ভোটার হওয়ার জন্য ২৪ ঘন্টা অনলাইনে আবেদন করে পাওয়া তথ্যের ভিত্তিতে নিকটবর্তী নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে পারবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম রোকনুজ্জামান খান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহরিয়ার আজাদ, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ। ৯ এপ্রিল ভোটার তালিকায় তথ্য সংগৃহীত বাদ পড়া সকলে নিবন্ধন করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালের ১লা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তারাই শুধু ভোটার হতে পারবে।