নারায়ণগঞ্জ সংবাদদাতা : জাতীয় সংসদের পাস হওয়ার পরেও মন্ত্রণালয় থেকে হোমিওপ্যাথি চিকিৎসকদেরকে নামের পাশে ডাক্তার না লেখার নোটিশের প্রতিবাদে নারায়ণগঞ্জে তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে মানববন্ধন করেছে হোমিওপ্যাথি চিকিৎসকরা। সকালে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আশরাফুর রহমান, সহাকরী অধ্যাপক ডাক্তার আব্দুল্যাহ বেগ, ডাক্তার পারভীন আক্তার সহ অনেকে।

এতে বক্তারা বলেন, ১৯৮৩ সালে অর্ডিনেন্সের মাধ্যমে প্রথম ও ২০২৩ সালে জাতীয় সংসদে হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পাশে ডাক্তার লেখার অনুমতি মেলে। অথচ সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন সময়ে মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়, যা অনাকাঙ্খিত। গত ১০ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরূপ চিঠি এসেছে। যা প্রত্যাহারের আহ্বান জানান তারা।