চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেইটে বহিরাগতদের চাঁদাবাজি, হামলা ও মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পণ্য পরিবহনকারী শ্রমিকরা। প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধে নিমতলা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, বিএনপি কর্মী পরিচয়ে বন্দরের প্রতিটি গেইটে অবস্থান করা কিছু যুবক জোরপূর্বক গাড়িপ্রতি ১০০Ñ১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। গত এক মাস ধরে চলমান এই চাঁদাবাজির প্রতিবাদে কথা বলায় শ্রমিকদের ওপর দুই দফা হামলার ঘটনাও ঘটে।

বুধবার বিকেল ৪টা থেকে ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন সড়কে রেখে ব্যারিকেড তৈরি করেন তারা। পরে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

চট্টগ্রাম ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, বন্দর কর্তৃপক্ষ নির্ধারিত গেইট ফি ৫৭ টাকা ৫০ পয়সা ছাড়া আর কোনো অর্থ না দিতে নির্দেশ দেয়ার পর শ্রমিকরা বহিরাগতদের চাঁদা দেওয়া বন্ধ করেন। এর পরই সকালে কয়েকজন শ্রমিককে মারধর করা হয়। দুপুরে শ্রমিকরা দুই নম্বর গেইট এলাকায় গেলে বহিরাগতরা দলবদ্ধ হয়ে আবারও হামলা চালায় এবং কয়েকজন শ্রমিক আহত হন।

তিনি আরও বলেন, এই বহিরাগত যুবকরা নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিয়ে ফকিরহাট, গোসাইলডাঙা, মাদারবাড়ি এলাকার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বন্দরের গেইট নিয়ন্ত্রণ করে। গাড়ি প্রবেশের সময় জোরপূর্বক টাকা আদায় করে এবং গেইট ফি জমা দিয়ে বাকিটা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

বিষয়টি জানতে চাইলে বন্দর থানার ওসি মোস্তফা আহমেদ বলেন, “শ্রমিকরা কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন। তারা গেইটে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন। অভিযোগ নিয়ে থানায় আসতে বলা হয়েছে। শুনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”