বাংলাদেশ জামায়াতে ইসলামী বারইয়ারহাট পৌরসভা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে বারইয়ারহাট খান সিটি সেন্টারে বারইয়ারহাট পৌরসভার আমীর মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুর উদ্দিন সজীবের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মীরসরাই জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা সেক্রেটারি মাঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ফারুক, আব্দুল গফুর, নুরুল আলম, মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা আবুল হোসাইন নিজামী ও রেদোয়ানুল হক প্রমুখ।