পাবনা সংবাদদাতা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর, জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন ।
তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় শহীদ জাহিদুল ইসলাম জাহিদের বড় ভাই তৌহিদুল ইসলাম,শহীদ জাহাঙ্গীর আলমের মা সাহিদা খাতুন, স্ত্রী মনজিলা খাতুন ও দুই সন্তান, শহীদ জুলকার নাইনের পিতা মোঃ আব্দুল হাই আল হাদি,শহীদ খোকন সরদার এর পিতা আজিজুল সরদার। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল হোসেন উপস্থিত ছিলেন।
প্রিন্সিপাল ইকবাল হোসাইন শহীদ পরিবার সদস্যদের কথা শুনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন তাদের আত্মত্যাগের বিনিময় দেশের মানুষ আজ নির্বিঘেœ চলাফেরা এবং মনের কথা ব্যক্ত করতে পারছে। শহীদদের ত্যাগের প্রকৃত যাযা মহান আল্লাহতালা তাদেরকে এবং তার পরিবারকে দেবেন ইনশাল্লাহ।