বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

‘নববর্ষের ঐকতান/ ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় আনন্দ শোভাযাত্রা, চিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান।

শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য নববর্ষ আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শোভাযাত্রা শেষে ভিসি ও প্রো-প্রো-ভিসি উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। পরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সামনে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া ডুয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণেও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।