মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজার, ৭নং ওয়ার্ডের মইশমারী চর এলাকা এবং ৮নং ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল থেকে সারাদিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সিভিল সার্জন ও বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন।