চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় সদ্য বহিষ্কৃত উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লার বিরুদ্ধে যৌন হয়রানি, মারধর ও মাদক সম্পৃক্ততা সহ বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাতাঘাসী ইউনিয়নের নাজিরপুর গ্রামের নারীরা।
হকবাল বৃহস্পতিবার বিকালে চান্দিনা থানার সামনে ওই মানববন্ধন করে তারা। অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লা বাতাঘাসী ইউনিয়নের নাজির পুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। চান্দিনা থানার সামনে ওই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে এসব অভিযোগ তুলে ধরে বক্তৃতা করেন ওই এলাকার পারভিন আক্তার, নাছরিন আক্তার প্রমুখ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে চান্দিনা থানা পুলিশ অভিযুক্ত মো. নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করে।
এদিকে বহিষ্কৃত উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা সহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২২ জনকে আসামী করে জমি দখল, ড্রেজারে মাটি কাটা, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা এবং এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন অভিযোগ এনে চান্দিনা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন- নাজিরপুর গ্রামের মো.বিল্লাল হোসেন গাজী ও আবদুর রশিদ।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন- নাসির উদ্দিনকে আমরা আগেই গ্রেফতার করেছি। এখন আরও দুটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।